নয়াহালট সঃ প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১৩নং নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মহসিন কবির, তালুকদারের সভাপতিত্বে সহ সভাপতি লিয়াকত আলীও মোছা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবেব বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন দাতা সদস্য আব্দুর রব, উপজেলা আঃলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জহিরুল হক তালুকদার, ইউপি সদস্য জিয়াউর রহমান,সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন। উপজেলা ক্রীড়া সম্পাদক আবু সাঈদ হিল্লোল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামছুজ্জামান আলাউদ্দিন, সৈকত আলী,মোস্তাক আহমেদ, আবু আলা রনি, ইমদাদুল হক ওয়াহিদ, শিক্ষিকা আমেনা বেগম, মমতা বেগম, রহিমা খাতুন,মিনারা বেগম,মমতা রাণী দাঁস প্রমুখ ও স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়া চৌধুরী। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়