বাস হেলপারের রহস্যময় মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে উধাও পথচারীরা
বিয়ানীবাজার প্রতিনিধি
জানা যায়, জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের মৃত আখদ্দছ আলী ছেলে আব্দুল আহাদ (ডগাই)র মরদেহ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে পথচারীরা উধাও হয়ে যায়।
বিয়ানীবাজার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ দুপুর সাড়ে ১২টায় দুবাগ স্কুলের পাশ থেকে উদ্বার করে নিয়ে আসা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন যুবকের লাশের খবর পাওয়া গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় সনাক্ত করে।এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের চাচাতো ভাই আব্দুল মান্নান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সে বাসের হেলপারী করে। বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়, সে ওই বাসে ছিলো। পথচারীরা রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে বলে শুনেছেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছে না।
এই বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জানান আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি তবে কি কারনে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে।