মাধবপুরে সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে এক অসহায় পরিবারের বাড়ি ও পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে কিছু প্রভাবশালী লোকজনের বিরুদ্ধে। এব্যাপারে ওই পরিবারের মো: মুজিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শামসু মিয়ার পুত্র মো: মুজিবুর রহমান ২০১৪ইং সালে ধর্মপুর মৌজা ৮ শতক জায়গা (দলিল নং-৬৪২৪/২০১৪ইং) ও ২০১৬ইং সালে গোবিন্দপুর মৌজার ২৫ শতক পুকুর (দলিল নং-৩৮৯৬/২০১৬ইং) ক্রয় করে দখল বুঝে নেন।
পরবর্তী সময়ে সে মুজিবুর রহমান চাকরিস্থল চট্টগ্রাম চলে গেলে গোবিন্দপুর কামারহাটি এলাকার মৃত সুরুজ আলীর পুত্র সাইফুল ইসলাম এই বাড়ি ও পুকুর জোরপূর্বক দখল করে বাড়ি ভাড়া দিয়ে ও পুকুরের মাছের চাষ করতে থাকে। এলাকার ময়মুরুব্বিদের কাছে বিচার দিয়ে কোন সমাধান না পেয়ে অবশেষে মুজিবুর রহমান মাধবপুর থানায় মো: সাইফুল ইসলাম, মো:ওয়াহিদ মিয়া ও মো:আব্দুস সামাদ জাবেদ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে মো: সাইফুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয় মুরুব্বিদের নিয়ে একটি সমাধান হয়েছে।তবে কাগজপত্র ঠিক করতে সময় লাগছে। স্থানীয় ফরাসউদ্দীন সর্দার জানান, আমরা দুই পক্ষকে নিয়ে একটি বিনিময় দলিল করবো মর্মে আপোষ মিমাংসা করেছিলাম কিন্তু কাগজপত্র এখনো ঠিক হয়নি।
এব্যাপারে তদন্তকারী অফিসার মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি তদন্তের পর জানা যাবে জমিগুলোর প্রকৃত মালিক কে।