বর্ণি জামেয়া মাদ্রাসার স্থায়ী ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি জামেয়া ইসলামিয়া মাদ্রাসার স্থায়ী ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রোববার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ক্বারী তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও সুপার মাওলানা আবু সাইদের পরিচালনায় নিজস্ব ক্যাম্পাসে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ি-বড়লেখা এডুকেশন ডেভেলাপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মওলানা মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্ঠা ফয়ছল আহমদ, এম মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মো. আসুক উদ্দিন, স্থায়ী দাতা সদস্য ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম, উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সেক্রেটারি আসহাব উদ্দিন জুয়েল, উপদেষ্টা মো. কামাল উদ্দিন, সহ সভাপতি আলিম উদ্দিন, মাদ্রাসার দ্বিতীয় তলার দাতা সদস্য জায়েদ আহমদ, সাধারণ সম্পাদক ছাইম উদ্দিন, প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য সোহেল আহমদ, উপদেষ্ঠা ডাক্তার সুনাম উদ্দিন, হাজি সুলতান আহমদ ললন, ইকবাল হোসেন, অভিভাবক সদস্য সাহেদ আহমদ ও মাসুক উদ্দিন।