বারবার চুমু খাওয়ার ব্যাখ্যা করলেন অভিনেত্রী শ্রিয়া
দৈনিক সিলেট ডট কম
ভারতীয় অভিনেত্রী শ্রিয়া সরন ব্যক্তিগত জীবনে আন্দ্রেই কসচেভকে বিয়ে করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হতে দেখা যায়। কিন্তু সবকিছু ছাপিয়ে জনসমক্ষে বা পাপারাজ্জিদের সামনে চুম্বন করে বারবার খবরের শিরোনাম হয়েছেন তারা। বিষয়টি নিয়ে বছরজুড়েই চর্চায় থাকেন এই দম্পতি।
জনসমক্ষে কেন চুমু খান শ্রিয়া? অবশেষে চুমু খাওয়ার কারণ ব্যাখ্যা করলেন এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
কথার শুরুতে এক ঘটনার বর্ণনা দিয়ে শ্রিয়া সরন বলেন, ‘যেকোনো সম্পর্কই কঠিন এবং ভালো সময়ের মধ্য দিয়ে যায়। আমার মনে আছে, সবকিছু ঠিক ছিল না, আমার অস্বস্তি হচ্ছিল। আন্দ্রেই থানে থেকে প্রিমিয়ারের জন্য এসেছিল। স্বাভাবিক কারণে ও ক্লান্ত ছিল। ও ওখানে আমার জন্য ছিল, আমি ওর জন্য। আমার খুব নার্ভাস লাগছিল তাই ও আমাকে চুমু খায়। আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য এটাই যথেষ্ট ছিল।’
এ দম্পতির ব্যক্তিগত মুহূর্ত খুব দ্রুত চর্চায় পরিণত হয়। এ বিষয়ে শ্রিয়া বলেন, ‘প্রত্যেকে এর মাঝে মজা খুঁজতে থাকে এবং হাসতে থাকে। কিন্তু অবাক করে দিয়ে ফটোগ্রাফার আমাদের পুনরায় চুমু খেতে বলেন।’
‘আপনি যতক্ষণ অন্যকে অস্বস্তিতে ফেলছেন না, ততক্ষণ জনসমক্ষে নিজেকে প্রকাশ করা কোনো অপরাধ নয়। একটি সাধারণ চুম্বন যদি কারো জীবনে ইতিবাচক কিছু আনতে পারে, তাহলে সমস্যা কোথায়।’ বলেন শ্রিয়া।
জনসমুক্ষে চুম্বন করার কারণ ব্যাখ্যা করে ‘দৃশ্যম’খ্যাত অভিনেত্রী শ্রিয়া বলেন, ‘সবাই চুম্বন করেন। কিন্তু আমার মনে হয়, ক্যামেরার সামনে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে আমার জন্য এটি ঠিক আছে। কারণ আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি বর্হিমুখী মানুষ। আমরা পাবলিক প্লেসে আছি কি নাই, তা না ভেবেই আমরা চুমু খাই। কারণ চুম্বন একটি প্রাকৃতিক ব্যাপার। এটি আমাদের আনন্দিত করে, এজন্য চুমু খাই। তা ছাড়া আর কোনো কারণ নেই।’
২০১৮ সালে ভারতের উদয়পুরে রাজকীয় আয়োজনের মাধ্যমে আন্দ্রেই কসচেভকে বিয়ে করেন শ্রিয়া। আন্দ্রেই একজন ব্যবসায়ী। অর্গানিক খাবারের রেস্তোরাঁ রয়েছে তার। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।