গোয়াইনঘাটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পুরষ্কার বিতরণ
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জমকালো আয়োজন ও উৎসব মুখর পরিবেশে দুইদিন ব্যাপি জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সোমবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি গোয়াইনঘাট ইন্সট্রাক্টর মোহাম্মদ আতাউর রহমান, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইমরান হোসেন সুমন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, মোঃ আব্দুস সামাদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, মো. জালাল হোসাইনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
খেলা পরিচালনা করেন, ছৈলাখেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।
উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীতসহ মোট ৫৪টি আইটেম প্রতিযোগিতায় ইউনিয়নের ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেন আগত অভিভাবকসহ স্থানীয় উৎসুক জনতা।