কোম্পানীগঞ্জে কবুতর উড়িয়ে যুগান্তর ক্রীড়া উৎসবের উদ্বোধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দুই যুগ পেরিয়ে পঁচিশ বছরে পদার্পণ করলো দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম দৈনিক যুগান্তর। এ উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে দুইদিন ব্যাপী যুগান্তর ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ ইনডোর মাঠে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।
যুগান্তরের উপজেলা প্রতিনিধি সোহরাব আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবী, উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো. আনর আলী, পূর্ব ইসলামপুর ইসলামপুর ইউপির চেয়ারম্যান মো. আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমেদ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সহ-সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি রহুল আমিন বাবুল, সহ-সভাপতি এমএএইচ শাহীন, উপজেলা বাউল সমিতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য নোমান আহমদ, প্রভাষক তাসলিমা বেগম, রাজি বিল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা লিয়াকত আলী, জসিম উদ্দিন, ইমান উদ্দিন, সহকারী শিক্ষক মাসুক রানা, কামরুল হুদা, রত্মা আক্তার, শামীম আহমদ, জুয়েল রানা, সাহাদ উল্লা, রাসেল আহমদ, আব্দুল হান্নান, লীনা বেগম, নূর মোহাম্মদ প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ যেসব পত্রিকা প্রকাশ করে, তার মধ্যে যুগান্তরের অবস্থান শীর্ষে। পাঠকের সঙ্গে সেতুবন্ধ তৈরি করেছে যুগান্তর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুগান্তরের খেলাধুলার এ আয়োজনকে স্বাগত জানাই। আমরা আশা করি যুগান্তর পূর্বের মতোই দেশ ও দেশের মানুষের স্বার্থেই বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবে।