প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ১ম সাংবাদিক কন্যা হাবিবা
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে সাংবাদিক নুর উদ্দিন সুমন এর বড় মেয়ে উম্মে হাবিবা জাহান সৌক। সে চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।
পরে ১৩ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫টায় ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। তিনি বলেন, কোমলমতি শিশুরা তাদের প্রতিভা বিকাশের জন্য তারা তাদের মনের আনন্দে এরকম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসে এদের অংশগ্রহণ করাটা খুবই জরুরী। তাদের শারীরিক মানসিক ও সামাজিক বিভিন্ন দিক দিয়ে এগিয়ে আসার জন্য। আমরা যাহাতে তাদের উপর কোভাবেই চাপ প্রয়োগ না করি যে, তোমাকে প্রথম হতেই হবে কিংবা দ্বিতীয় তৃতীয় হয়ে তোমাকে পুরষ্কার আনতেই হবে! এই চাপ যাহাতে আমরা শিশুদের উপর না দেই। কারণ শিশুদের মন অত্যন্ত নরম তাদেরকে আমরা যেভাবে তৈরি করব তারা ঠিক সেভাবেই তৈরি হবে। কিন্তু তারা যাহাতে তাদের মনে কোন ধরনের ভয়-ভীতি কোন ধরনের ছাপ নিয়ে বড় না হয়। সেই বিষয়টা অভিভাবকদের খেয়াল রাখা অত্যন্ত জরুরী। তিনি আরও বলেন, আমরা শিশুদের বুঝাতে হবে অংশগ্রহণ করাটাই বড় বিষয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যদি কোন প্রাইজ চলেই আসে সেটা হবে বোনাস। কিন্তু সেই বোনাস না পেলেও কোন অসুবিধা নেই, তাদেরকে সেই বিষয়টি বুঝাতে হবে আমরা যারা অভিভাবক আছি। তাহলে তারা স্বাধীনভাবে বেড়ে উঠতে পারবে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এর পরিচালনায় দিনব্যাপী খেলা শেষে উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকারকারী হাবিবা জাহান সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এর আগে গত রবিবার প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক সহ ৪টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে হাবিবা জাহান । এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উপজেলা পর্যায়ে ৪টি ইভেন্টের মধ্যে ১টিতে প্রথম ও একক অভিনয়ে ২য় স্থান অধিকার করে হাবিবা । পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার কথা রয়েছে। উপজেলা পর্যায়ে এই প্রথমবার অংশগ্রহণ করে হাবিবা জাহান সৌক জানায়, আমার মায়ের অক্লান্ত পরিশ্রম ও আমার প্রিয় শিক্ষিকা পায়েল ও নাসরীন ম্যাডামের অনুপ্রেরণায় আজ আমার এ পর্যন্ত আসা। আমি আমার এই অর্জন উৎসর্গ করলাম আমার বাবা-মা ও আমার প্রিয় শিক্ষকদের৷ তাদের আন্তরিক সহযোগিতায় আমি এই প্রথম ইউনিয়নের পর উপজেলা পর্যায়ে প্রথম হয়েছি। এখন জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত নিবো। হাবিবা বলে, বড় হয়ে আমি (হাবিবা) বিচারক হতে চাই । এজন্য সকলের দোয়া চেয়েছে হাবিবা। হাবিবা জাহান সৌক চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামের মিয়ার বাড়ির বাসিন্দা ।