সংরক্ষিত নারী আসনের জন্য আ.লীগের মনোনয়ন পেলেন রুমা চক্রবর্তী
বিয়ানীবাজার প্রতিনিধি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আ.লীগের মনোনয়ন পেলেন রুমা চক্রবর্তী । তিনি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা।
রুমা চক্রবর্তী এ প্রতিবেদকের সাথে আলাপকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাকে সংরক্ষিত নারী আসনের এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে।
রুমা চক্রবর্তীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে।
তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিয়ানীবাজারে এই প্রথম কোন সংরক্ষিত নারী আসনের এমপি পেল।
সূত্র জানায়, দেড় হাজারের বেশি মনোনয়নপত্রের মধ্যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সন্ধ্যায় গণভবন থেকে এ নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।