পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী, হাতেনাতে ধরল স্বামী
দৈনিকসিলেট ডেস্ক :
পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে আটক করেন স্বামী। পরে এর জেরে স্বামীর হাতে প্রেমিক গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের গৃহবধূর সঙ্গে একই গ্রামের ফজলুল হাওলাদারের ছেলে ছগিরের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার রাতে স্বামী উভয়কে হাতেনাতে ধরে ফেলেন। স্বামী দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক ছগিরকে কুপিয়ে জখম করেন। পরে ছগিরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, ছগিরের শরীরে প্রায় শতাধিক সেলাই করা হয়েছে। খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ওই গৃহবধূর স্বামী ও আবুল নামে একজনকে আটক করে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।