মাধবপুরে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে ১১ জন অনুপস্থিত
নাহিদ হাসান, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষা ২০২৪ইং এর প্রথম দিনে ১১ জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) মাধবপুর উপজেলায় চলতি বছর এসএসসি ও সমমানের পরিক্ষায় প্রথম দিনে ৬টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ৩০০৯ জন। এরমধ্যে এসএসসি পরিক্ষার্থী ২৬০৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৫৯৭ জন, ৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দাখিল পরিক্ষার্থী মোট ২৬৩ জনের মধ্যে ২৬০ জন পরিক্ষায় অংশগ্রহণ করেন, ৩ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ভোকেশনাল ১৪২ জন পরিক্ষার্থীর মধ্যে ১৪১ জন পরিক্ষায় অংশগ্রহণ করেন, ১ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: সিরাজুল ইসলাম জানান, প্রথম দিনে কোন পরিক্ষার্থী বহিষ্কার হয়নি।