সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দৈনিকসিলেটডটকম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৪৯ তম বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট এর পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম অ্যাডভোকেট। ২০২৩ সালের নিরিক্ষণ হিসাব ও প্রতিবেদন উপস্থাপন করেন আয়কর আইনজীবী কাজী আরিফুল হাসান। আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আয়কর আইনজীবী কাওছার মাহমুদ চৌধুরী।
প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক এম শফিকুর রহমান, অ্যাডভোকেট মো. আবুল ফজল, আয়কর আইনজীবী মো. হাসনু চৌধুরী, আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, প্রফেসর ঋষি কেষব ধর, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী জাহান জেব ইবনে খালেদ, মাসুদ আহমেদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট, মোস্তাকিম কাওছার অ্যাডভোকেট, আয়কর আইনজীবী মো. তোফাজ্জল হোসেন, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী আনছার হোসেইন, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন।
সব শেষে সহকারি নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. বাহা উদ্দিন বাহার ২০২৪ সালের কার্যকরী কমিটির ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট এর সভাপতিত্বে ২য় অধিবেশনে ২০২৪ সালের বাজেট পেশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। ২০২৫ সালের নির্বাচন কমিশনার নিযুক্ত হন আয়কর আইনজীবী আজমল হোসেন। অডিটর নিযুক্ত হন আয়কর আইনজীবী মো. ইব্রাহীম।
বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন খান। পবিত্র গীতা পাঠ করেন প্রফেসর ঋষি কেষব ধর।