শাবিপ্রবি বিএমবি সোসাইটির ভিপি শাহাদাত, সম্পাদক সাকিব
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ‘বিএমবি সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট ( ভিপি) হিসেবে বিভাগটির ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৯-২০ শিক্ষাবর্ষের মো: মনজুরুল হক সাকিব মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সোসাইটির পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সরকার, ক্রীড়া সম্পাদক মো: নাইমুর হক সোহান, সহ-ক্রীড়া সম্পাদক রংগন মাংসাং ও মাহমুদ হাসান সিফাত, প্রচার সম্পাদক সালমান আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাহরিয়া সাগর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহির আজমল, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নোসরাত সুলতানা( নিশু), মহিলা বিষয়ক সম্পাদক নুজহাত জুলফা ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাউদা হোসেন ফারিয়া।
এছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছে মো: আফসার রাব্বি, সামিউজ্জামান, জিন্নাতি সিদ্দিকা সুমনা ও মোছা: মাহমুদা খাতুন।
সোসাইটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরজুবা আক্তার এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. জাফরুল হাসান ।