মাধবপুরে আগুনে বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে নিরচান বেগম (৬০) নামে এক বৃদ্ধার বসত ঘর আগুনে পুড়ে ছাই।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বৃদ্ধার প্রতিবেশী মশফিকুর রহমান জানান, নিরচান বেগমের স্বামী অনেক বছর আগে মারা গিয়েছেন তার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে উনি একটা বাড়ি করে এক ছেলে নিয়ে বসবাস করছেন। তার ছেলে কয়েকমাস হল মালয়েশিয়া প্রবাস জীবন শুরু করেছে। গতকাল রাতে আমরা আমাদের ঘরে অবস্থান কর ছিলাম হঠাৎ মানুষের আগুন আগুন চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি নিরচানের বসত ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায় ওই সময় বৃদ্ধার ঘরে ছিল না। পরে চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান, ওই বৃদ্ধার প্রবাসী ছেলে প্রবাস থেকে তার মা কে প্রথম মাসের বেতন পাঠিয়েছিল। প্রবাসী ছেলের বেতনের টাকা বৃদ্ধার বসত ঘরেই রেখে ছিল অগ্নিকান্ডের কারণে ছেলের টাকা সহ বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে বৃদ্ধার বসত ঘরে থাকা চাউল, নগত টাকা, হাস মুরগী, আসবাবপত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মশফিকুর রহমান।
এ বিষয়ে ধর্মঘর ইউনিয়নে সদস্য সুরহাব উদ্দিন জানান, নিরচান বেগমের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা শুনার পর সকালে ঘটনাস্থল আমি দেখে এসেছি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আমরা নিরচান বেগম কে সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন।