সিলেটে শিশু একাডেমি কমপ্লেক্স নির্মাণের তাগিদ দিলেন ড. মোমেন
দৈনিকসিলেটডটকম
পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি সিলেটে দ্রুত শিশু একাডেমি কমপ্লেক্স নির্মাণের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।
১৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এম.পি. কাছে পাঠানো চিঠিতে ড. মোমেন সিলেটে দ্রুত শিশু একাডেমি কমপ্লেক্স নির্মাণের অনুরোধ জানান।
তিনি বলেন, আপনি জেনে অবাক হবেন যে, সিলেট একটি বিভাগীয় শহর হওয়া স্বত্ত্বেও এখানে শিশু একাডেমি কমপ্লেক্স নেই। বর্তমানে রিকাবী বাজার এলাকায় অবস্থিত নজরুল অডিটোরিয়ামের দোতলার বারান্দায় মানবেতরভাবে হাজারো শিশুকে নিয়ে শিশু একাডেমির শিক্ষা কার্যক্রম চলছে। সিলেট শহর আমার নির্বাচনী এলাকা। শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। শিশুদের বিকাশে আমাদের উচিত প্রয়োজনীয় অবকাঠামো সৃষ্টি করা ।
আমার জানা মতে, সিলেট শিশু একাডেমির নিজস্ব জমি রয়েছে এবং ইতঃপূর্বে শিশু একাডেমি কমপ্লেক্স নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবও আপনার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। কিন্তু আজও প্রকল্পের কার্যক্রম গ্রহণ করা হয়নি।
এমতাবস্থায়, সিলেটে শিশু একাডেমি কমপ্লেক্স নির্মাণের প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।