বিয়ানীবাজারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক জহির উদ্দিন
মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধি
আগামী মে মাসে সব কিছু টিকটাক থাকলে অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন, নির্বাচন কে সামনে রেখে প্রস্তুত ড’জন খানিক প্রার্থী এর মধ্যে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজ এর প্রভাষক মো. জহির উদ্দিন।
তিনি সিলেটের এমসি কলেজ থেকে বাংলা সাহিত্যে এমএ এবং সিলেট ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। বর্তমানে বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত। বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্টান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি ছাত্রবস্থায় বিয়ানীবাজার ছাত্রলীগের উপজেলা পর্যায়ের প্রথম সারির নেতা ছিলেন। একজন পরোপকারি সমাজহিতৈষি ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তিনি সুপরিচিত।
নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহির উদ্দিন এই প্রতিবেদক কে বলেন, বিভিন্নমহল থেকে নির্বাচন করার তাগিদ আসছে। অনেক শুভাকাংখি আমাকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন। আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।তাই মায়ের দোয়া নিয়ে চূড়ান্ত ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সর্বপ্রকার দূর্নীতিমুক্ত, আধুনিক জনবান্ধব উন্নয়নমুখি উপজেলা পরিষদ গঠনের লক্ষ্যে এই জনপদের সচেতন জনগণ আসন্ন নির্বাচনে আমি সকলের দোয়া চাচ্ছি, আপনাদের মূল্যবান ভোট দিয়ে পাশে থাকবেন এই দৃঢ় বিশ্বাস আমার রয়েছে। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকলে ইনশাল্লাহ নির্বাচন করবো। উল্লেখ্য ২০১৮ সালের দিকে রক্ত উৎপাদনের ভেষজ প্রযুক্তি আবিষ্কার করেন কলেজ শিক্ষক মো. জহির উদ্দিন। তার উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে দ্রুততম সময়ে মানবদেহে রক্ত উৎপাদন শুরু হয় বলে দাবি করেছেন তিনি। ভেষজ উপায়ে রক্ত উদ্ভাদক মো. জহির উদ্দিন জানান, প্রায় একযুগের বেশি সময় গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষার পর তিনি গাছ-গাছালির নির্যাস থেকে রক্ত উৎপাদনের ভেষজ পদ্ধতি আবিস্কার করেছেন।
ইতিমধ্যে বেশকিছু রোগী তার এ প্রযুক্তি ব্যবহার করে সুফল পেয়েছেন। রক্ত উৎপাদনের এ প্রক্রিয়া অবলম্বন করে রোগীরা শতভাগ সফল হয়েছেন বলে তিনি দাবি করেন। মো. জহির উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা গ্রামের নূর উদ্দিনের ছেলে। তিনি গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। তার উদ্ভাবিত রক্ত উৎপাদনের ভেষজ উপায়ে পাউন্ড প্রতি খরচ হবে সর্বোচ্চ ৩০০ টাকা। এ প্রযুক্তি ব্যবহারে রোগীর শরীরে রক্ত ভরতে হবে না।
এই বিষয়ে মো. জহির উদ্দিন আরো বলেন, বিশ্বে তিনিই একমাত্র ভেষজ উপায়ে দ্রুততম সময়ে রক্ত উৎপাদনের আবিষ্কারক। একজন রক্তশূন্য রোগী ওষুধ সেবনের সঙ্গে সঙ্গেই তার শরীরে নতুন রক্ত উৎপাদন শুরু হবে। এজন্য তাকে অন্যকোনো ওষুধ সেবন বা যন্ত্রপাতির আশ্রয় নিতে হবে না। শুধুমাত্র প্রকৃতির বিভিন্ন উপাদানের মিশ্রণে রক্ত উৎপাদন সম্ভব। তার এ উদ্ভাবনী তথ্যের পর সিলেট জেলাজুড়ে বেশ সাড়া পড়েছিলো।