আওয়ামী লীগ কখনো বদলায় না হাইব্রিডরা বদলায়: এমপি ইমরান
গোয়াইনঘাট প্রতিনিধি
আওয়ামীলীগরা বদলায় না দলে থাকা হাইব্রিডরা বদলায় বলে বলেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট ৪-আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।
শনিবার (১৭ ফেব্রুয়ারী)দুপুর ১২ টায় কুপার বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিছনাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্য অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আগামী উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকুক বা না থাকুক আওয়ামী লীগের প্রার্থী দেখে আমাদের ভোট দিতে হবে।আওয়ামী লীগের লোক জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমাদের দলীয় ঐক্য বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন,নির্বাচন ও দলের দুঃসময়ে প্রকৃত ও ত্যাগী আওয়ামী লীগরা বদলায় না, বদলায় দলের ভিতরে থাকা হাইব্রিড নামের আওয়ামী লীগ।বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই নবগঠিত ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে আহবায় কমিটিতে প্রকৃত ও ত্যাগী কর্মীরা স্হান পায়। আমরা যেন কমিটি গঠনে স্বজন প্রীতিতে আমার লোক খালাতো ভাই মামাতো ভাই না দেখে দলকে বড় করে দেখি। এতে করে দল সুসংগঠিত হবে ও ত্যাগী কর্মীদের মূল্যায়নে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল এর সঞ্চালনায় রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আসলম, উপজেলা আঃ লীগের সহ সভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য তামান্না নাজমুল হেনা।
অনুষ্ঠিত কর্মী সভায় বিছনাকান্দি ইউনিয়ন আঃলীগের পক্ষে স্বাগতিক বক্তব্য রাখেন ডাঃ নবী হোসেন,এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আঃ লীগের সাংগঠনিক সম্পাদক, ফরিদ উদ্দিন শামীম ২নং পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ,ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন নিজাম।
এসময় অন্যান্যদপর উপস্থিত ছিলেন, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মো.কামাল হোসেন মেম্বার, বিছনাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা।
এর আগে ইমরান আহমদ এমপি সকাল ১১টায় লুনী নদীর উপর আনফরের ভাঙ্গায় নির্মাণাধীন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন।