চার মাসের মধ্যে কৈলাশটিলায় গ্যাসের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে : নসরুল হামিদ
দৈনিকসিলেটডটকম
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন কৈলাশটিলায় গ্যাসের ব্যাপারে আগামী চার মাসের মধ্যে খনন শেষ হলে নিশ্চিত হওয়া যাবে ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) অনুসন্ধান কূপ কৈলাশটিলা-৮ খনন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৈলাশটিলা ফিল্ডে আগে ৩ টিসিএফ মজুদ ছিল। অনুসন্ধান কূপ খনন করায় মজুদ আরও বাড়বে। দেশীয় ফিল্ড থেকে গ্যাস পেলে ৪ টাকায় পাওয়া যায়, একই পরিমাণ গ্যাস আমদানি করতে ৬০ টাকা খরচ হয়। মাত্র ২৩ শতাংশ গ্যাস আমদানি না হলে অনেক সাশ্রয় হতো।
গত বছরের ১০ ডিসেম্বর সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে (অনুসন্ধান কূপ) গ্যাসের পাশাপাশি জ্বালানি তেলের সন্ধান পাওয়া কথা জানিয়ে ছিলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়। এর আগে ২৬ নভেম্বর কৈলাসটিলায় নতুন গ্যাস পাওয়ার কথা জানা যায়। যাতে ৭০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হয়।