সিলেটে ভারতীয় বিড়িসহ যুবক আটক
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটে ৭ এপিবিএন এর অভিযানে ভারতীয় বিড়িসহ যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার মধ্য লালাবাজার এর নাজিম ইলেকট্রিক নামক দোকানের সংযুক্ত পশ্চিম পাশের দোকান ঘরে অভিযান পরিচালনা করে ৬ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়িসহ তাকে আটক করা হয়।
আকটকৃত মোঃ আব্দুস সামাদ (২৭) সিলেটের দক্ষিণ সুরমার একান্নদি গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে।
এস আই (নিঃ) মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন