মাধবপুরে উৎসবের সরঞ্জামাদি আত্মসাতের অভিযোগ
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে একটি সর্বজনীন উৎসবের সরঞ্জামাদি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালীর মহলের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা নোয়াহাটি গ্রামের জমিদার সুরুজ বিকাশ চৌধুরীর পুত্রবধূ ঊষা রানী চৌধুরীর বাড়ির বহিরাঙ্গনে ৫৮ বছর যাবত একটি সর্বজনীন নাম যজ্ঞ উৎসবের অনুষ্ঠান করে আসছে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা । দীর্ঘ ৯ বৎসর যাবত উৎসব কমিটির সভাপতি অনিল রায় গ্রামবাসীর কাছে হিসাব নিকাশ না দেওয়ায় গ্রামের ভক্ত বৃন্দদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর উৎসব অঙ্গনের জায়গার মালিক জমিদার পুত্রবধু উষা রানী চৌধুরীর নেতৃত্বে গ্রামের সকল ভক্তবৃন্দ উৎসব অঙ্গনে বসে পুরাতন কমিটিকে বিলুপ্ত করে নতুন একটি কমিটি ঘোষণা করেন । নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন দিলীপ পাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নারায়ণ সরকার নয়ন। কিন্তু গ্রামের সনাতন ভক্তবৃন্দদের অভিযোগ পুরাতন কমিটির কাছে ১৬ টি সিসি ক্যামেরা ও মহাপ্রসাদ রান্নার ডেকডেস্কি, কড়াই বালতি, জগ, মগ ইত্যাদি বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নতুন কমিটির কাছে না বুঝিয়ে দিয়ে আত্মসাৎ করার পাঁয়তারা করছে ।
ভক্তবৃন্দরা জানান, আর মাত্র ৫-৬ দিন উৎসব অনুষ্ঠানের সময় বাকি আছে, পুরাতন কমিটি যদি উৎসবের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বুঝিয়ে না দেন তাহলে উৎসবের কাজে বিঘ্ন ঘটবে । তাই উৎসবের কাজে ব্যবহৃত জিনিসপত্র দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন । আর যদি না দেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।