রাশেদুজ্জামান রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলংয়ে প্রথমবারের মত আমেরিকা প্রবাসী রাশেদুজ্জামান রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ জাঁকজমক ভাবে উদ্বোধন হয়।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পশ্চিম কালিনগর মসজিদ সংলগ্ন মাঠে আমেরিকা প্রবাসী রাশেদুজ্জামান রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন ম্যাচে মমিনপুর রংধনু স্পোর্টিং ক্লাব বনাম মাষ্টার মাইন ক্রিকেট ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি ছিলেন, পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি, আব্দুল মালিক, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান লিলু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, বন্ধন সমাজ কল্যাণ যুব সংগ সাবেক সাধারণ সম্পাদক, আকবর হোসেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন।
উক্ত টুর্নামেন্ট’র আহবায়ক রিপন আহমেদ’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট’র যুগ্ন আহবায়ক গফুর আল মামুন, আরিফুজ্জামান, লিটন, মাসুদ, কুরবান, সিফাত, নাজিমসহ প্রমূখ।
উদ্ভোধনী ম্যাচে মমিনপুর রংধনু স্পোর্টিং ক্লাব কে দুই উইকেটে হারিয়ে বিজয়ী হন মাষ্টার মাইন ক্রিকেট ক্লাব।