জাফলংয়ে নদী থেকে মর্টারসেল উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের একটি পুরাতন মর্টারসেল পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পার নামক স্থানে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় জনৈক বারকি শ্রমিকের হাতে মর্টারসেলটি লাগে। পরে দুইজন বারকি শ্রমিক মর্টারসেলটি নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। এসময় স্থানীয়রা এ বিষয়ে গোয়াইনঘাট থানাকে অবগত করলে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারসেলটি থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন। বর্তমানে একদল পুলিশ এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন পিয়াই নদীতে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকেরা একটি মর্টারসেল পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পাওয়া বস্তুটি ধারণা করা হচ্ছে মর্টারসেল। আমরা সংশ্লিষ্টদের খবর দিয়েছি। এছাড়া একদল পুলিশকে সেখানে নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা এলে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।