স্বাধীনতার ৫৩ বছর পর শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন স্কুল শিক্ষক

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্কুল শিক্ষক অবিনাশ কুমার নাগ শহিদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১৫ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবি হিসাবে অবিনাশ কুমার নাগকে স্বীকৃতি প্রদান করা হয়।
তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের ২৭ এপ্রিল পাকবাহিনী তাকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছিল।
তিনি সে সময় পনেরো বছর পাকিস্তান নৌবাহিনী তে টেকনিক্যাল অফিসার হিসাবে চাকুরী করার পর অবসর নিয়ে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতার ৫৩ বছর পর এই শহীদ বুদ্ধিজীবিকে যথাযোগ্য মর্যাদা দেওয়ায় উনার পরিবারের সদস্যগণসহ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী ও উপজেলার সর্বস্তরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন