ভাষা শহীদদের প্রতি গোয়াইনঘাট প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা

গোয়াইনঘাট প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গোয়াইনঘাট প্রেসক্লাব।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে শহীদ হয়েছেন সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন তারা। সেসব ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরে গোয়াইনঘাট শহীদ মিনারের বেদিতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.মতিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক, মো.করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য দুর্ঘেশ সরকার বাপ্পি, সদস্য আমির উদ্দিন, আবুল হোসেন, নজরুল ইসলাম, কাওছার আহমেদ রাহাত, লোকমান আহমদ, হেলাল আহমেদ বাদশা, আজিজুর রহমান, মনির উদ্দিন, রিয়াজুল ইসলাম, হুমায়ূন আহমদ, নাজিম উদ্দিন,বেলাল উদ্দিন, সুহিন মাহমুদ সহ সাংবাদিকবৃন্দ।