সিলেটের সড়কগুলো জরুরী ভিত্তিতে মেরামতের দাবী জানালেন ড. মোমেন এমপি

দৈনিক সিলেট ডট কম
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেটের সড়ক সমুহ জরুরী ভিত্তিতে মেরামত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপির কাছে চিঠি পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তিনি এ চিঠি পাঠান।
চিঠিতে ড. মোমেন বলেন, আমার নির্বাচনী এলাকা সিলেট-১ আসনটি সিলেট সদর উপজেলা অথ্যাৎ শহরের মূল কেন্দ্রে অবস্থিত এবং বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে,
পরপর দুইবার ভয়াবহ বন্যার কারণে এলাকার অনেক সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও অবর্ণীয় কষ্ট হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই এই সকল রাস্তা সংস্কার করা প্রয়োজন। তিনি জরুরী ভিত্তিতে এই সব রাস্তা সংস্কার করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে অনুরোধ জানান।