বিশ্বনাথে অস্বচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন চাল ও নগদ অর্থ বিতরণ

সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ থেকে
সিলেটের বিশ্বনাথে সমাজ সেবক আব্দুন নুর এর উদ্যোগে গরীব ও অস্বচ্ছল পরিবারের মাঝে গৃহ নির্মাণে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গমরা গোল গ্রামস্থ আব্দুন নুরের নিজ বাড়ীতে এসব বিতরণ করা হয়।
এর আগে ঢেউটিন চাল ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আব্দুন নুর। দৈনিক সিলেট ডটকমের বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক সমুজ আহমদ সায়মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বিশ্বনাথ উপজেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ কয়েছ মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার স্বেচ্ছাসেবী সম্পাদক জামাল আহমদ, সংগঠক মোহাম্মদ নজরুল আমীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিয়াকত আলী,আমির উদ্দিন,আলাল মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যারা সব সময় সমাজের দরিদ্র ও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কিছু নিয়ে দাঁড়ায় তারা নিঃসন্দেহে মহৎ মনের মানুষ। বিত্তবানরা যদি তার মতো এগিয়ে আসেন তাহলে সমাজের অসহায়জন কিছুটা হলেও দুঃখ লাগব হবে।
আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামাল আহমদ।