জামালগঞ্জ উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুকিত চৌধুরীর মতবিনিময় সভা
জামালগঞ্জ প্রতিনিধি
আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আব্দুল মুকিত চৌধুরীর সমর্থনে তিন গ্রামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার শাহপুর বাঁধ বাজার পয়েন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তেলিয়া (লামাপাড়া) গ্রামের মো. হারুন অর রশীদের সভাপতিত্বে ও শাহপুর গ্রামের জমশেদ তালুকদারের সঞ্চালনায় ৩ গ্রামের মানুষের ভোটারদের সমর্থনের মতবিনিময় সভার আয়োজন করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী আবদুল মুকিত চৌধুরী।
এসময় উপজেলার শাহপুর, তেলিয়া ও গোলামীপুর গ্রামের প্রায় কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আব্দুল মুকিত চৌধুরী দীর্ঘদিন যাবত সংসদ সদস্য ও জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলা আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদেরকে বিজয়ী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এবছর আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু দলীয় প্রতীক নিয়ম বাদ দিয়েছেন। সকলের জন্য অংশগ্রহণ মুলক একটা নির্বাচন চাচ্ছেন। তাই আমরা চাই আমাদের আবদুল মুকিত চৌধুরীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে।
এসময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল মুকিত চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন সকলে।