সুহেল ইবনে রাজার বড় ফুফুর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

দৈনিকসিলেট ডটকম
সিলেট জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার বড় ফুফু সুর্যবান বিবি বার্ধক্যজনিত কারণে আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। সুর্যবান বিবি এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বৃহস্পতিবার (৭ মার্চ) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুমা সুর্যবান বিবি একজন ধর্মপ্রাণ ও পরোপকারী মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার মৃত্যুতে তার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও সমব্যাথী। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমা সুর্যবান বিবিকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে এই বিশাল শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।