বাংলাদেশ এসসির জয়
দৈনিকসিলেটডেস্ক
জয় দিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শুরু করেছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের ভারতীয় খেলোয়াড় প্রিন্স কুমার ম্যাচে হ্যাটট্রিক করেন। বাকি ৩ গোল করেছেন রাকিব, দেবাশীষ রায় ও গুরপ্রীত সিং। ভিক্টোরিয়ার হয়ে দুটি গোল করেছেন আব্দুল আল আবিদ নাহিয়ান এবং মোহাম্মদ হাসান ও শহিদুল ইসলাম একটি করে গোল করেন।
খেলার প্রথম দুই কোয়ার্টারে ৩-১ গোল ব্যবধানে এগিয়ে ছিল ভিক্টোরিয়া। তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে খেই হারিয়ে ফেলে দলটি। অষ্টম মিনিটেই প্রিন্স কুমারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ এসসি। ১৬ মিনিটে আবিদ নাহিয়ানে পেনাল্টি কর্নারে সমতায় ফেরে ভিক্টোরিয়া এসসি। ২১ মিনিটে শহিদুলের ফিল্ড গোলে এগিয়ে যায় ভিক্টোরিয়া এবং ২৫ মিনিটে হাসানের ফিল্ড গোলে ব্যবধান ১-৩ করে।
৩৪ মিনিটে ফিল্ড গোল থেকে গোল করে ব্যবধান ৩-২ করে বাংলাদেশ এসসির প্রিন্স কুমার। ৩৬ মিনিটে রাকিবের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ এসসি। ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন বাংলাদেশ এসসির প্রিন্স কুমার। এই গোলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে হয় আরো তিন গোল। ৪৯ মিনিটে বাংলাদেশ এসসির দেবাশীষ ফিল্ড গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-৩। ৫২ মিনিটে বাংলাদেশ এসসির আরেক ভারতীয় গুরপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৬-৩ করেন। ৫৬ মিনিটে ভিক্টোরিয়ার শেষ গোলটি করেন আল আবিদ নাহিয়ান।