রাশেদুজ্জামান রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলংয়ে ১ম বারের মত আমেরিকা প্রবাসী রাশেদুজ্জামান রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বিকালে জাফলংয়ের পশ্চিম কালিনগর মসজিদ সংলগ্ন মাঠে রাশেদুজ্জামান রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ।
বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন’র সভাপতিত্বে ও মশিউর রহমান’র সসঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ রতন শেখ, পিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ইমরান আহমদ সুমন, তামাবিল চুনাপাথর পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন (ছেদু),৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন, পশ্চিম কালিনগর সমাজ’র সভাপতি দেলোয়ার হোসেন,৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রিপন আহমেদ, গফুর আল মামুন, আরিফুজ্জামান আরিফসহ অনেকে।
অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নলজুরি ক্রিকের্টাস বনাম দুরন্ত মোহাম্মদপুর দলের মধ্যকার খেলায় দুরন্ত মোহাম্মদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নলজুরি ক্রিকের্টাস।