জাফলংয়ে বেসরকারি শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিভিন্ন বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুইদিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন।
শনিবার (৯ মার্চ) বিকেলে বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. করিম মাহমুদ লিমন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, পুকাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মো. আব্দুল হালিম, শিক্ষক বদরুল ইসলাম, আশিষ কুমার, রাবেয়া আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।