ইতিহাসের সোনালী আলোয় সমুজ্জ্বল হযরত গাউছুল আজম (রাঃ):

দৈনিকসিলেট ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আমিরাতের আজমানস্থ ইন্টারন্যাশনাল এমিরেটস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
তিনি বলেন, প্রিয় নবীজির ভালোবাসার পথ ধরে যে সমস্ত মনীষীগণ ইতিহাসের সোনালী আলোয় সমুজ্জ্বল তাদের মধ্যে খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু চির স্মরনীয় হয়ে থাকবেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুহাম্মদ হারুন এম. আজাদ। এতে আরও বক্তব্য প্রদান করেন মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম বোগদাদী, মাওলানা জাফর আহমদ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম প্রমুখ।