চুনারুঘাটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রে-ফ-তা-র
নুর উদ্দিন সুমন হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের এক অভিযানে শাহজাহান মিয়া (৩০) নামে পাঁচ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শাহজাহান উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মো: হাছন আলীর পুত্র। তাকে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিবাগত রাতে থানার সহকারী উপপরিদর্শক এএসআই সুবীর চন্দ্র দেব এর নেতৃত্বে একদল পুলিশ ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, শাহজাহানের বিরুদ্ধে মাদকের একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। আদালত কর্তৃক রায়ের পর থেকে শাহজাহান পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলো।