নানা কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে ২৬ শে মার্চ পালিত
গোয়াইনঘাট প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিনের প্রথম প্রহরে এতে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু মূরালে পুস্পকস্তবক অর্পণ করে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট প্রেসক্লাব,বাংলাদেশ আওয়ামী লীগ গোয়াইনঘাট শাখা,গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট অফিসার্স ক্লাব, প্রাইমারী স্কুল শিক্ষক সমিতি, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সহ উপজেলা পরিষদ, প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।।
উল্লেখ্য যে ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতে বাঙ্গালী শান্তি প্রিয় মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানী হানাদার বাহিনী। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বাঙালি পেয়েছিল স্বাধীনতা। বিকাল ২ ঘঠিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এতে অংশ নিবেন সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।