কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ পাথর শ্রমিককে সাজা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ১০ জন শ্রমিককে ৩ মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কালাইরাগ নতুন বাজার সংলগ্ন ধলাই নদীর তীরে এই ১০ জন শ্রমিককে আটক করে এ সাজা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ্র এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সাথে ছিলেন- পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।
উপজেলার কালাইরাগ গ্রামের হারিস আলীর ছেলে বাবুল মিয়া ও তার ছেলে সজল মিয়া, নিগারপাড় গ্রামের সায়েদ আলীর ছেলে মহিবুর রহমান, কালিবাড়ি গ্রামের মনির হোসেনের ছেলে আহমদ আলী, রাধানগর গ্রামের আব্দুল হাসিমের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের জমির আলীর ছেলে দেলোয়ার মিয়া ও আব্দুর রশিদের ছেলে হরমুজ আলী, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের নেকবর আলীর ছেলে হারুনুর রশিদ ও একই উপজেলার মতুর কান্দি গ্রামের তারা মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে ৩ মাস করে সাজা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ৩ মাস করে সাজা দেওয়া হয়েছে।