ইসলামকে প্রতিষ্ঠিত করতে ঐক্য মজবুত করতে হবে: আলী হাসান উসামা
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা বলেছেন, যদি পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী বা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে।আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই। হযরত মোহাম্মদ (সা:) ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে আসেন নাই, এসেছেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে।ঐক্য এমন ভাবে মজবুত করতে হবে সীসাঢালা প্রাচীরের ন্যায়,তবেই আল্লাহর সাহায্যে নেমে আসবে আমাদের উপরে।
সোমবার( ১লা এপ্রিল) রাতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন মাঠে মাহ রমজান উপলক্ষে সীরাতুন্নবী ( সাঃ) পরিষদ খাজাঞ্চীর উদ্যোগে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে কথাগুলো বলেন তিনি।
জামেয়া ইসলামীয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আরজুমান্দ আল জালালীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো তাফসীর পেশ করেন হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, জামেয়া ইসলামীয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সাইফুর রহমান সাইফি, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার শিক্ষা সচীব হযরত মাওলানা এমদাদুল্লাহ,সংগঠনের সভাপতি মাওলানা জামাল আহমদ।
সহ-সাধারণ সম্পাদক মো. আখতার হুসাইন, কোষাধ্যক্ষ মাওলানা কাদির আহমদসহ সকল সাধারণ ও নির্বাহী সদস্যবৃন্দ।
যারা দেশ ও প্রবাসে থেকে তাফসীর মাহফিল পরিচালনায় সহযোগীতা ও পরিশ্রম করেছেন এবং সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন সীরাতুন্নবী (সাঃ) পরিষদের সভাপতি জামাল আহমদ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ।