মাধবপুরে আ.লীগ সভানেত্রীর ফেস্টুনে ঈগল পাখির ছবি

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যানার ফেস্টুনে ঈগল পাখি ছবি ব্যাবহার করে ফেইসবুকে পোস্ট করেছে আওয়ামী লীগ নেতা ও ইউপির চেয়ারম্যান মো. আলাউদ্দিন।
বুধবার (১০ এপ্রিল) রাত ১০টায় মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ফেইসবুকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সন্তান সজীব ওয়াজেদ জয়ের ফেস্টুনে ঈগল পাখির ছবি ব্যাবহার করে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে অবমাননা করে “Ala uddin” নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছার (ব্যানার ফেস্টুন) ফেইসবুক আইডি থেকে পোষ্ট দিয়েছেন। এতে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে অবমাননা করায় দলীয় নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ৩ নং বহরা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, ফেস্টুন বানিয়ে ফেলছি এখন আর কি করব। আমি মনে প্রানে আওয়ামী লীগ করি, আমরা ঈগল মার্কায় ভোট দিয়েছি, আমাদের টার্গেট ছিল নৌকার প্রার্থী একজন অপ-রাজনীতি লোককে সরিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেস্টুনে ঈগল মার্কা ছবি থাকলে কোনু সমস্যা নাই।
বহরা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান আরিফ বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে মার্কা হলো নৌকা, কিন্তু সে আওয়ামী লীগের পরিচয় দিয়ে বেঈমানী করে বঙ্গবন্ধুর আদর্শের মার্কার প্রতি যে অবমাননা করেছে বঙ্গবন্ধুর আদর্শের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে ধিক্কার জানাই।
আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত বলেন, এমন ধরনের কাজে যারা লিপ্ত তারা আসলে সুবিধাবাদী ও পদধারী আওয়ামী লীগ। তার কাজই হলো আওয়ামী লীগ বিরোধী।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, সে বঙ্গবন্ধুর ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেস্টুনে ঈগলের প্রতীক ব্যাবহার করে সে কাজটি ঠিক করেনি। আমরা এ বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখব।