বালুচরে বৃদ্ধা মহিলা বাড়ি দখল

সারওয়ার জাহান সুমন:
সিলেট নগরীর বালুচরে এক বৃদ্ধা মহিলার বাড়ি দখল করার খবর পাওয়া গেছে। গত ৭ জুলাই সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদ নিপু কর্তৃক বৃদ্ধ মহিলা সুমাইয়া বানুর বাড়ি দখল করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভিকটিম সুমাইয়া বানু পুলিশ কমিশনারের কাছে বাড়ি উদ্ধারের জন্য আবেদন করেছেন। হিরন মাহমুদ নিপু সহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। কিন্তু বাড়ী দখলকারীরা ছাত্রলীগের ক্যাডার হওয়ার পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
মামলার দায়েরের খবর পেয়ে নিপু বৃদ্ধা সুমাইয়া বানুকে গুম করে হত্যার করার হুমকি দেয়। এরপর থেকে তিনি গোলাপগঞ্জে তার বোনের বাড়িতে আশ্রয় নেন।
জানা যায়, প্রায় ১০ বছর আগে সুমাইয়া বানুর স্বামী মুজাম্মেল হক মারা যান। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। সারা জীবনের সঞ্চয় দিয়ে মারা যাওয়ার দুই বছর পূর্বে তিনি এ বাড়িটি ক্রয় করেন। মোজাম্মেল হক মারা যাওয়ার পর থেকে বাড়ির উপর কুদৃষ্টি দেয় নিপু সহ ছাত্রলীগের সন্ত্রাসীরা। বাড়ি দখল করতে উঠেপড়ে লেগে। সর্বশেষ গতকাল ৭ জুলাই বৃদ্ধা মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তারা বাড়ি দখল করে। এর আগে তারা বাড়ির জাল কাগজপত্র তৈরী করে নেয়।
সুমাইয়া বানুর দুই মেয়ে আছে। তাদেরকেও বিয়ে দিয়েছেন তিনি।