শিরোপার আরও কাছে পিএসজি
দৈনিকসিলেটডেস্ক
ফরাসী লিগ-১ এর শিরোপা দিকে দুর্দুান্ত গতিতে এগিয়ে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার লিয়নকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে গেছে রাজধানীর ক্লাবটি।
গতকাল রোববার রাতে ঘরের মাঠে লিয়নের বিপক্ষে সবগুলো গোলই ম্যাচের প্রথমার্ধে করে পিএসজি। লিয়নের করা একমাত্র গোলটিও ছিল প্রথমার্ধেই। অর্থাৎ ম্যাচের ৫ গোলের সবগুলোই প্রথমার্ধে।
২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিয়ন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন