শাবিতে নিরাপত্তাকর্মীর বেতনে ভাগ বসায় সুপারভাইজার
শাবিপ্রবি প্রতিনিধি
যমুনা স্টার সেইভ গার্ড সাভির্স লিমিটেড কোম্পানির অধীনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিরাপত্তা শাখায় কোম্পানির দায়িত্বরত সুপারভাইজার হিসেবে আছেন সৈয়দ হাবিবুর রহমান। তিনি গার্ডদের অতিরিক্ত ডিউটির বেতনে ভাগ, ছুটিকৃত গার্ডের নামে বিল দেখিয়ে টাকা তুলে নেওয়া, গার্ডের পছন্দসই জায়গায় ডিউটির বাবদে টাকা চার্জ, লাখ টাকায় চাকরি দেওয়া ইত্যাদি অভিযোগ তুলছেন যমুনা গ্রুপের নিরাপত্তাকর্মীরা।
বুধবার (২৪ এপ্রিল) ৯৪জন নিরাপত্তাকর্মীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্রে তার চাকরি প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবি রেজিস্ট্রার বরবার আবেদন করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, কাউকে কোম্পানিতে চাকরি নিতে প্রায় এক থেকে দেড় লাখ টাকা দিতে হয় সুপারভাইজার হাবিবকে । কোন গার্ড ওভার টাইম ডিউটি করলে তার বেতনের ভাগ তাকে দিতে হয়।
এতে বলা হয়, কিছুদিন আগের কোম্পানি সুপারভাইজার হাবিব কোম্পানি এমডি স্যারের কথা বলে অষ্টম শ্রেণী পাস গার্ডদের অব্যাহতি দিতে চেয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তা আর পারিনি। কোনো গার্ড ছুটিতে গেলে ওই গার্ডের নামে বিল দেখিয়ে সেই টাকা তুলে নেন হাবিব।
অভিযোগপত্রে আরও বলা হয়,আবার কিছুদিন পর হাবিব যমুনা কোম্পানি এমডি স্যারে কথা বলে সব গার্ডদের কাছে ১০ হাজার টাকা করে দাবি করে। এমনকি প্রত্যেক গার্ডদের মাসিক বেতন থেকেও আড়াই হাজার টাকা চায়। এসব অনিয়ম নিয়ে কথাবলায় সম্প্রতি এক নিরাপত্তাকর্মীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেন তিনি।
এদিকে এ বিষয়ে অভিযুক্ত যমুনা গ্রুপের সুপারভাইজার সৈয়দ হাবিবুর রহমান বলেন, এসব অভিযোগ মিথ্যা। এটার সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
অভিযোগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, যমুনা গ্রুপের সুপারভাইজার হাবিব বিরুদ্ধে একটি অভিযোগপত্র আমরা পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়ে পরর্বতী পদক্ষেপ নিব।