নতুন ১২ জন শিক্ষক পেলো বিয়ানীবাজার সরকারী কলেজ
বিয়ানীবাজার প্রতিনিধি
শিক্ষক সংকট নিরসনে বিয়ানীবাজার সরকারি কলেজে একসাথে ৪১ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৮ জন প্রভাষক যোগদান করেছেন। রোববার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নব নিয়োগপ্রাপ্ত ৮ জন প্রভাষককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর আগে বিভিন্ন পদমর্যাদার ৪ জন শিক্ষক যোগদান করেন।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক এ. বি. এম. জাফরিয়ার পরিচলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, প্রফেসর আবু ইউসুফ মো. শেরুউজ্জামান, সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার মৃধা ও করিম ইকবাল তাজওলী সহ শিক্ষকবৃন্দ।
নবাগত প্রভাষকরা হচ্ছেন বাংলা বিভাগে ফাহিমা বেগম, ইংরেজিতে সারাফ ওয়ামিয়া, রাষ্ট্রবিজ্ঞানে মো. লাভলু আহম্মেদ, হিসাববিজ্ঞানে সুবীর রায় ও মো. তারিকুর রহমান, ব্যবস্থাপনায় মনিলাল সাহা, রসায়নে রাসেল হাবীব এবং গণিতে দেবব্রত ভট্রাচার্য।
দীর্ঘদিন থেকে কলেজে শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছিল পাঠদান সহ বিভিন্ন কার্যক্রম। নতুন এই ১২ জন শিক্ষকের যোগদানের মধ্য দিয়ে শিক্ষক সংকট নিরসনের লাঘব হবে।