উপজেলা পরিষদ নির্বাচন
জামালগঞ্জে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ প্রতীক পেলেন ১০ প্রার্থী

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে জামালগঞ্জ উপজেলায় অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (২১ এপ্রিল) পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন ‘আওয়ামী লীগ ও বিএনপির ১০ জন প্রার্থী। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ২৩ এপ্রিল ১০ প্রার্থীর মনোনয়নকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার (২ মে) সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই হচ্ছেন সরাসরি আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং বাকি দু’জন বিএনপির রাজনীতির সাথে।
উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম (মোটরসাইকেল) জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান ইকবাল আল আজাদ (ঘোড়া) এবং উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দী (আনারস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু (তালা), জেলা সেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আকবর হোসেন (মাইক), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মকবুল আফিন্দী (চশমা) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (টিয়া পাখি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাফিজা আক্তার (হাঁস) বর্তমান ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার (ফুটবল), সুনামগঞ্জ জেলা মহিলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা (কলস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এদিকে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। মুহূর্তের মধ্যেই জামালগঞ্জ উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সাচনা বাজারে শুরু হয় কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী উত্তেজনা ও চুল-ছেঁড়া বিশ্লেষণ। নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠে হাট বাজারসহ গ্রামে।
৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ১ লাখ ৩১ হাজার ৯শ ৬৯ জন (পুরুষ ৬৭ হাজার ৭শ ৪১ জন, নারী, ৬৪ হাজার ২শ ২৭ জন, হিজড়া ১ জন) ভোটার এবং ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।