উপজেলা পরিষদ নির্বাচন:
জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আফিন্দী চেয়ারম্যান প্রার্থী

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে ভোট গ্রহন। জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহন নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি আনারস প্রতীক নিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি এলাকায় প্রচারনায় নামেন।
এর আগে গত ২১ এপ্রিল তিনি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন। তাৎক্ষনিক মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন পত্র দাখিলের খবর ছড়িয়ে পরলে উপজেলা বিএনপির নেতা কর্মীদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। নানা জল্পনা কল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সুনামকন্ঠ প্রতিবেদককে জানিয়েছেন তিনি নিজেই।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপি সভাপতি নুরুল আফিন্দী বলেন, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারাই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাদের বিরুদ্ধে ২/১ দিনের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।