রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনীর হাতে, নিহত ১২
দৈনিকসিলেটডেস্ক
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলার ঘোষণার মধ্যে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাবে হামাস রাজি হলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত রাতে রাফায় ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছে। এর আগে সোমবার (৬ মে) ইসরায়েলি বাহিনী রাফায় আক্রমণ চালায় এবং শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত গাজার এই শহরটি এখন ১৪ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কিন্তু ইসরায়েল বলেছে, এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি মত হয়নি।
তারা বলছে, এই চুক্তির বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাবে এবং পাশাপাশি রাফায় হামলার পরিকল্পনা ঘোষণা দিয়েছে দেশটি।
গাজায় ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৮ হাজারের বেশি মানুষ।