সুনামগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

দৈনিকসিলেট ডটকম
সুনামগঞ্জের শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকালে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবণী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের কাছে টানা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের অন্তর ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া প্রথম ধাপে সুনামগঞ্জে অনুষ্ঠিত দিরাই ও শাল্লা উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।