জৈন্তাপুরে ভারতীয় চিনি ও মাদক উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩০০ বস্তা ভারতীয় চিনি এবং পৃথক আরেকটি অভিযানে জৈন্তাপুর উপজেলর আসাম পড়া এলাকা হতে ১০০ টি মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানায, ১০মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার ৫নং ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর ও চান্দঘাট এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম, নাইমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩০০ বস্তা ভারতীয় চিনি ও ১০০ বোতল মাদক আটক করা হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ৩০০ বস্তা ভারতীয় চিনি ১০০ বোতল মাদক আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।