চুনারুঘাটে কিশোর গ্যাংগের হামলায় কলেজ ছাত্র আহত

চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোড এলাকায় কিশোর গ্যাংগের হামলায় কলেজ ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরআগে ১০ মে চুনারুঘাট বাজারের কুদ্দুস আলীর ছেলে ও চুনারুঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইয়াছিন আলী বিজয় (১৮) কে একই এলাকার আব্দুস সালামের ছেলে কিশোর গ্যাংগের সদস্য রাকিব মিয়া ( ১৭) ও মীর ফজর আলীর ছেলে লিমন মিয়া (১৬) এর নেতৃত্বে কিশোর গ্যাংগের সদস্যরা বিজয়কে আটক করে বাল্লা রোডের একটি দোকানে নিয়ে কিরিচ দিয়ে বিজয়ের মাথায় আঘাত করে।এসময় বিজয়ের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।