অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি রনজিত সরকার

সুনামগঞ্জ প্রতিনিধি
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত ব্যাবসায়ী চন্দন রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। এসময় আর্থিক সহায়তা প্রদান এবং পরবর্তীতে নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হাওরাঞ্চলের জননন্দিত এই সাংসদ।
সোমবার (১২ মে) দুপুরে তাহিরপুর উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের বাড়িতে যান তিনি।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জিসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডে সর্বস্ব হারানোর শোকে ব্যবসায়ী চন্দন রায় নিহত হন।