তাহিরপুরে কুকুরের কামড়ে ৭ শিশু, নারীসহ আহত ২৬

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই ঘটনার ব্যবধানে বাজারে ৫টি গ্রামে একটি কুকুর কামড়িয়ে ৭ শিশু ও নারীসহ ২৬ জনকে গুরুত্বর আহত করেছে।
তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছিল।
এঘটনার পরে দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে কুকুরটিকে হত্যা করে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুর আক্রমণ করে।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,আক্রমণকারী কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত কুকুর। হঠাৎ করেই সকাল থেকে উপজেলার নারী ও শিশুসহ প্রায় ২৬ জনকে ঐ কুকুরের আক্রমণের শিকার হয়। তাদের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়ে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন-মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), তৌফিক মিয়া (৪০), ভাটি তাহিরপুর গ্রামের তাসিন (৮) চিরশ্রী (৪), পরাভেজ মিয়া ( ১২) রফিক নুর (১৮), আজিমা বেগম (৬০), রতনশ্রী গ্রামের আয়ান মিয়া (৬), তাজ মাহমুদ (৩২), দক্ষিন শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আশ্বাদ নুর (৬০), সনীল দাস (৬৫), টিটন (৪০)। তাদের মধ্যে গুরুতর আহত মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদ (৪৫) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের কারো হাত, পা ও মুখ ক্ষত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা ও রেবিক্স ভাইরাসের ইমিউনি গ্লোবিলিন ও রেবিক্স ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।