মাধবপুরে ভূমি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। শনিবার (৮ জুন) সকাল সাড়ে দশটায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম.ফয়সাল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, এম.এম. গউস, নাহিদ মিয়া, আলমগীর কবির, আয়ূব খান, সাব্বির হাসান, মিজানুর রহমান প্রমূখ।